• ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে হকনগর শহীদ স্মৃতিসৌধ এর সরকারি ভূমি দখলমুক্ত,  অভিযান অব্যাহত থাকবে

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ২, ২০২১
দোয়ারাবাজারে হকনগর শহীদ স্মৃতিসৌধ এর সরকারি ভূমি দখলমুক্ত,  অভিযান অব্যাহত থাকবে
দোয়ারাবাজার (সুনামগঞ্জ)  প্রতিনিধিঃ  মহান মুক্তিযুদ্ধকালীন ৫নম্বর সাব-সেক্টর হেডকোয়ার্টার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার অন্যতম পর্যটন এলাকা বাঁশতলা-হকনগর শহীদ স্মৃতিসৌধ এলাকার সরকারি ভূমি দখল মুক্ত করা হয়েছে। সোমবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফয়সাল আহমদ এর নেতৃত্বে অবৈধ দখলদার উচ্ছেদ করে সরকারি সম্পত্তি উদ্ধার করা হয়েছে। ওই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাংলাবাজার  ইউনিয়নে থাবলী মৌজায় ৩৭৪ দাগে পাথর কোয়ারি এলাকার মোট ২ একর ২৫ শতাংশ সরকারি খাস জমি দখলধারদের কবল থেকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভুমি অফিসের কানোঙ্গ পিয়ার আহমদ, এস আই সুমন,এস আই আকছির মিয়া উপজেলা তহশিলদার নিকিল দাস, সার্ভেয়ার রিপন চাকমা, জনপ্রতিনিধিসহ সচেতন এলাকাবাসী উপস্থিত ছিলেন।
জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালীদের যোগসাজশে ইউপি সদস্য খোরশেদ আলম ও তার সহযোগী প্রভাবশালী ব্যক্তিরা পর্যটনা এলাকায় অঘোষিত পাথর কোয়ারি মূলঅংশের ২ একর ২৫ শতক সরকারি খাস ভূমি দখল করে সীমানা প্রাচীর স্থাপন করার প্রস্তুতি নেয়া হয়। অতি সম্প্রতি এসিল্যান্ড ফায়সাল আহমদ দোয়ারাবাজারে যোগদানের পর এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি তাঁর দৃষ্টিগোচরে আনা হলে তিনি অভিযান চালিয়ে সীমানা প্রাচীরের খুঁটি গুড়িয়ে দেন এবং কাটাতার উচ্ছেদ করে দখল মুক্ত করেন।
জানতে চাইলে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম আহমদ চৌধুরী রানা (জসিম মাস্টার) বলেন, মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পর্যটন এলাকা বাঁশতলা- হকনগরের আগন্তুক পর্যটকদের খাবারের বা রেস্ট নেওয়ার মতো কোন ব্যবস্থা নেই। সে জন্য আমি চারজন লোককে উদ্ধুদ্ধ করেছি তারা যেন পর্যটকদের সুবিধার জন্য এখানে একটি রিসোর্ট তৈরী করেন এবং সরকারি জায়গা যথাযথ প্রক্রিয়ার মাধমে প্রশাসনের অনুমতি সাপেক্ষ কাজগুলো সম্পন্ন করেন। এ নিয়ে আমি সমন্বয়সভায়ও আলোচনা করেছি। কিন্তু অতিমারীকালে লকডাউনের জন্য প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এর মধ্য ইউপি সদস্য খোরশেদ আলম এখানে সীমানা নির্ধারণ করে খুটি দিলে স্থানীয় প্রশাসন সোমবার তা উচ্ছেদ করেন। প্রশাসনের এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।
ইউপি খোরশেদ আলম বলেন, পর্যটকদের কথা চিন্তা করে ইউপি চেয়ারম্যান জসিম মাস্টারেরর পরামর্শে আমরা এখানে রিসোর্ট করার চিন্তা ভাবনা করে সীমানা নির্ধারণ করি।
স্থানীয়রা বলেছেন, পর্যটন এলাকার সরকারি ভূমি জবর দখল করে আরও কিছু প্রভাবশালী এখানে দোকানপাট ও জমি নিজেদের দখলে রেখেছে। তাদেরকেও উচ্ছেদ করার দাবি জানাই। এতোদিন এই এরাই সরকারি সম্পত্তির বেহাত করে বালি পাথর লোপাট করেছে। এখন অবৈধ দখলে নিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, সরকারি ভূমি দখল মুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল দখলদারদের উচ্ছেদ করা হবে।
সংবাদটি শেয়ার করুন