• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

কানাইঘাটে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
কানাইঘাটে শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপিত

 

নিজস্ব সংবাদদাতা, কানাইঘাট
কানাইঘাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯টায় তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলী অর্পনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুনমুন নাহার আশা, আওয়ামীলীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম পিপিএম।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, যুব উন্নয়ন অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল আউয়াল, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান প্রমূখ। এছাড়া শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয় উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে। পরে শেখ কামালের বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর ভার্চুয়াল আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিজন।

সংবাদটি শেয়ার করুন