• ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ , ৮ই জিলকদ, ১৪৪৪ হিজরি

বিশিষ্ট সমাজসেবী ডা: সৈয়দ তৈফুর আহমদের ইন্তেকাল

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
বিশিষ্ট সমাজসেবী ডা: সৈয়দ তৈফুর আহমদের ইন্তেকাল

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর (ইশান কোনা) গ্রামের মরহুম ডা: সৈয়দ মহিউদ্দিন আহমদ (কাছা মিয়া) সাহেবের বড় ছেলে ডা: সৈয়দ তৈফুর আহমদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি…………রাজিউন।
তিনি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তাঁর বয়স ছিল ৬৮ বছর। আজ শুক্রবার বাদ জুমআ সৈয়দ শাহ সামসুদ্দিন (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। তাঁর মৃত্যু সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ডা: সৈয়দ তৈফুর আহমদের ৮ ভাই ও ৪ বোনের মধ্যে এক ভাই সৈয়দ শায়েখ আহমদ সুনামগঞ্জ জেলা বারের সিনিয়র আইনজীবি অপর ভাই সৈয়দ লোকমান আহমদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রনালয়ের জয়েন্ট সেক্রেটারি ও ছোট ভাই ডা: সৈয়দ খুররাম আহমদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজের সার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

সংবাদটি শেয়ার করুন