নিজস্ব সংবাদদাতা, বিয়ানীবাজার :::
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে একহাজার পিছ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চারখাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- জকিগঞ্জের উত্তরকুল (চৌধুরীপাড়া) গ্রামের সনফর আলীর ছেলে হাসান আহমদ সাগর (২২) এবং একই থানার উত্তরকুল (দিঘলী) এলাকা মৃত ইউসুফ আলীর ছেলে আব্দুল আজিজ (৪৮) ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চারখাই বাজারের উপকণ্ঠে মিলন কমিউনিটি সেন্টারের অভিযান চালিয়ে হাসান ও আজিজকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একহাজার পিছ ইয়াবা জব্দ করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই নিয়াজ মোর্শেদ আবীর অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও এর সাথে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হবে।