• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুনামগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে গেলেন ডিসি

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
সুনামগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দরিদ্রদের বাড়িতে খাবার নিয়ে গেলেন ডিসি

সুনামগঞ্জ প্রতিনিধি :::::
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার আদার বাজারের দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
রবিবার দুপুর ১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারে মুজিববর্ষের প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ ভূমি ও গৃহহীনদের দেওয়া ঘর পরিদর্শন করেন। ঘর পরিদর্শন শেষে শতাধিক প্রধানমন্ত্রীর উপহারভোগীদের হাতে তৈরি খাবার তোলে দেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন ।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন প্রমুখ গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
খাবার বিতরণ শেষে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যকর্মীদের বলেন,‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সুনামগঞ্জের ১২ টি উপজেলায় অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।’
আদার বাজারে মুবিবর্ষের ঘর পরিদর্শন ও খাবার বিতরণের আগে সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।
এসময় পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. জাকির হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ মুক্তিযোদ্ধাগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মিজানুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনসহ আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠন, সরকারের বিভিন্ন দপ্তর, সিুনামগঞ্জ প্রেসক্লাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোনালী ব্যাংকের সহায়তায় ৮৮ জনকে করোনাকালীন মানবিক সহায়তা হিসেবে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় সোনালী ব্যাংক সুনামঞ্জের আঞ্চলিক অফিসার সো. সাজাদুল হক ও সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন