• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

শ্রমিকলীগ নেতা দুদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ১৫, ২০২১
শ্রমিকলীগ নেতা দুদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক সবুজ সিলেটের নির্বাহী সম্পাদক, বাংলাভিশনের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকীর পিতা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক দুদু মিয়ার মৃত্যুবার্ষিকী আজ।

২০০২ সালের এই দিনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।   মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের সহকর্মী, শুভাকাঙ্খি ও আত্মীয়স্বজনসহ সকলের দোয়া কামনা করা হয়েছে পরিবারের পক্ষ থেকে।

উল্লেখ্য ২০০২ সালের ১৫ আগস্ট সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শ্রমিকলীগ নেতা ও সমাজসেবী দুদু মিয়া ইন্তেকাল করেন।

তাকে নগরীর গোয়াইটুলাস্থ চাশনী পীর (র.) মাজার গোরস্থানে সমাহিত করা হয়।

মরহুম দুদু মিয়া নব্বই দশকে পাউবো শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ ১৯৯৭ সালে তিনি শ্রমিক লীগের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করেন এছাড়া তিনি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত ছিলেন।

তার সন্তানেরা বিভিন্ন পেশায় সুনামের সাথে জড়িত।  প্রেস-বিজ্ঞপ্তি।

সংবাদটি শেয়ার করুন