কানাইঘাট প্রতিনিধিঃ
কানাইঘাটের বড়চতুল ইউনিয়নের রায়পুর গ্রামে বজ্রপাতে জিয়াউল হক নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায় রায়পুর গ্রামের মৃত মকবুল আলীর পুত্র জিয়াউল হক (৪১) রবিবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ীর রায়পুর গ্রামের দক্ষিনে হাওরে জাল নিয়ে মাছ ধরতে যান। এ সময় ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাত হলে জিয়াউল হক বজ্রপাতে হাওরে জাল দিয়ে মাছ ধরা অবস্থায় মারা যান। হাওরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে জিয়াউল হকের মৃত্যুর সংবাদ কয়েকজন কৃষক তার বাড়ীতে জানান। পরে তার লাশ স্বজনরা উদ্ধার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন জানিয়েছেন জিয়াউল হকের শরীরের বিভিন্ন স্থানে বর্জপাতের দগ্ধ জখমের চিহ্ন রয়েছে। কানাইঘাট থানায় অপমৃত্যু মামলা দায়ের করার পর জিয়াউল হকের লাশ দাফন করা হয়েছে।