• ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই শাবান, ১৪৪৬ হিজরি

এড. লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা পরিষদের শোক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১
এড. লুৎফুর রহমানের মৃত্যুতে সিলেট জেলা পরিষদের শোক

সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক গণপরিষদের সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষিয়ান রাজনীতিবিদ, জননেতা মোঃ লুৎফর রহমান অ্যাডভোকেট এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক শোকবার্তায়, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেসবার্তায় বলেন, পরম করুণাময়ের কাছে মরহুম এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, আজ ০২ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪ টায় সিলেটের স্থানীয় একটি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

সংবাদটি শেয়ার করুন