• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লুৎফুর রহমানের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামানের শোক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২১
লুৎফুর রহমানের মৃত্যুতে অ্যাডভোকেট সামসুজ্জামানের শোক

বর্ষিয়ান রাজনীতিবিদ, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, গণপরিষদের সাবেক সদস্য, স্বাধীন বাংলাদেশের সংবিধানে স্বাক্ষরকারী অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক শ্যামল সিলেট-এর সম্পাদকমন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকাবার্তায় অ্যাডভোকেট সামসুজ্জামান জামান মরহুমের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি দুই ছেলে, এক মেয়ে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন