• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলা পরিষদের চেয়ারম্যান’র মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১
জেলা পরিষদের চেয়ারম্যান’র মৃত্যুতে প্যানেল মেয়র লিপন বকস্’র শোক

সাবেক গণ পরিষদ সদস্য, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) ও ২৬ নং ওয়ার্ডের পরপর ২ বারের নির্বাচিত কাউন্সিলর রোটারিয়ান তৌফিক বকস্ লিপন।

এক শোকবার্তায় তিনি বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট লুৎফুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে একজন সফল সংগঠকের ভুমিকা পালন করে ছিলেন। এছাড়াও ১৯৭২ সালে গণপরিষদ সদস্য হিসেবে হাতে লেখা বাংলাদেশের প্রথম সংবিধানে স্বাক্ষর প্রদানকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

সিলেট জেলার উন্নয়নে তিনি আন্তরিকতার সাথে নিরলস ভাবে কাজ করেছেন। যা সিলেটবাসী আজীবন সম্মান ও শ্রদ্ধার সাথে তাঁকে স্মরণ করবে।

শোক বার্তায় তৌফিক বকস্ লিপন মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন