যুগভেরী ডেস্ক ::: সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশের মতো সিলেটেও আজ খুলেছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ প্রায় দেড় বছর পর শিক্ষাপ্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি উচ্ছ্বাস। শিক্ষকদের মধ্যেও ছিল কর্মচাঞ্চল্য। সকাল থেকেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উপস্থিত হন শিক্ষার্থী-অভিভাবকরা। শ্রেণিকক্ষে প্রবেশের আগে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়ায়। এরপর তাদেরকে এবং শ্রেণিকক্ষে প্রবেশের আগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরকম ব্যতিক্রমী আয়োজন দেখা যায় নগরীর খাসদবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন আলী সহকর্মী শিক্ষকদের নিয়ে শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন। এসময় আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষিক নাজিয়া সুলতানা, শিলু রাণী চন্দ, হেপী শর্মা পাঠক, মোঃ রাশেদ নেওয়াজ, জয়া রানী রায়, পারভীন আক্তার, দিলারা বেগম, মৌমিতা দাস, সুমি বেগম, সুমি রায়, লিপন চন্দ, লাভলী পাল, ফরিদা কামাল সহ অন্যান্যরা।