• ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সিরাজ বক্সের মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগের শোক

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২১
সিরাজ বক্সের মৃত্যুতে সিলেট মহানগর যুবলীগের শোক

যুগভেরী ডেস্ক ::: সিলেট মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি সিরাজ বক্স আর নেই।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ১৩ সেপ্টেম্বর ২০২১ ইং রোববার রাত সোয়া ৮টার দিকে তিনি মৃত্যবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার ।

গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার তাঁর অবদান স্মরণ করে বলেন, জনাব সিরাজ বক্স দলের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষ ছিলেন।

তাকে হারিয়ে আমরা একজন ত্যাগী আওয়ামী লীগ নেতাকে হারালাম। এ ক্ষতি কাটিয়ে উঠা কঠিন। নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফেরার কামনা করেন। উল্লেখ্য, সিরাজ বক্সের জানাজা আগামীকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় সিলেট শাহী ঈদগাহে অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন