• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আত্মপ্রকাশ, আহবায়ক শিপু, সদস্য সচিব কামরান

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২১
সিলেট ল’ কলেজ ছাত্র ফোরামের আত্মপ্রকাশ, আহবায়ক শিপু, সদস্য সচিব কামরান

সিলেট ল’ কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের দাবি-দাওয়া আদায়সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কাজ করা লক্ষ্যে কলেজের একঝাঁক মেধাবী ছাত্রছাত্রীদের উদ্যোগে ‘সিলেট ল’ কলেজ ছাত্র ফোরাম’ নামে নতুন একটি অরাজনৈতিক ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) নগরীর নয়াসড়কের একটি অভিজাত রেস্টেুরেন্টে নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। জরুরি সভায় সিলেট ল’ কলেজের ছাত্র ও সিলেট সামাজিক ছাত্র আন্দোলনের সিনিয়র সহসভাপতি হিলাল উদ্দিন শিপুর সভাপতিত্বে ও মোহাম্মদ কামরান আহমদের পরিচালনায় জরুরি বৈঠকে নতুন এ কমিটির লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে আলোকপাত করা হয়। এসময় সর্বসম্মতিক্রমে হিলাল উদ্দিন শিপুকে আহবায়ক ও মোহাম্মদ কামরান আহমদকে সদস্যসচিব করে ১১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এসময় নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিব আগামী শুক্রবার (২৪ সেপ্টেম্বর)-ও মধ্যে কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ঘোষণা দেন। সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুকুর রহমান সাগর, মোহাম্মদ শামীম আহমদ সাইমন, তারেক আহমদ, ফারহানা ইয়াছমিন, প্রিয়া চৌধুরী, আব্দুল মান্নান, এম.এ. সামাদ, বৃস্টি কর, সাদিয়া জান্নাত, এমআর সাগর, শেনাজ হক, শাহজাহান, ছাব্বির আহমদ, মুহিবুর রহমান, জওয়াদ জায়গীরদার, আবু সায়েম প্রমুখ।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন