• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ভাস্কর্যের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১
পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা ভাস্কর্যের উদ্বোধন

পটুয়াখালী সদর উপজেলার শেখ রাসেল শিশু পার্কের সামনে সার্কিট হাউজ মোড়ে নির্মিত বীর মুক্তিযোদ্ধা ভাষ্কর্যের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন এর উদ্বেধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী মোঃ শাহজাহান মিয়া, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সাবেক সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ।
উদ্বোধন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন বলেন, মহান মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জেলা পরিষদের অর্থায়নে এ ভাষ্কর্য নির্মাণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে জেলার ৮টি উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ভাষ্কর্য নির্মাণ করা হবে।

পটুয়াখালী, ২১ সেপ্টেম্বর, ২০২১ (বাসস):

সংবাদটি শেয়ার করুন