• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুরইঘাট সীমান্ত থেকে ৫ রাউন্ড গুলিসহ পাইপ গান উদ্ধার করেছে বিজিবি

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২১
সুরইঘাট সীমান্ত থেকে ৫ রাউন্ড গুলিসহ পাইপ গান উদ্ধার করেছে বিজিবি

কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সুরইঘাট সীমান্তবর্তী এলাকা থেকে পরিতাক্ত্য অবস্থায় বর্ডারগার্ড বিজিবি সদস্যরা ৫রাউন্ড গুলি সহ ভারতীয় এক নালা একটি পাইপ গান বন্দুক উদ্ধার করেছে। সুরইঘাট বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে সীমান্তের ১৩০৯নং মেইন পিলারের পাশে ক্যাম্প কামান্ডার সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে একদল বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় সীমান্তের গঙ্গার জোম নামক স্থান থেকে পরিতাক্ত্য অবস্থায় ৫ রাউন্ড গুলি সহ ভারতীয় তৈরি এক নালা পাইপ গান বন্দুকটি উদ্ধার করেন বিজিবি সদস্যরা।  মঙ্গলবার জিডি মূলে পাইপ গানটি কানাইঘাট থানা পুলিশের হেফাজতে দেয় বিজিবি। সুরইঘাট বিজিবি ক্যাম্পের একজন কর্মকর্তা বলেন,সীমান্ত এলাকায় টহলের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। গত ১ মাসে সুরইঘাট ক্যাম্পের অধিনস্থ সীমান্ত এলাকা থেকে বিজিবি ভারতে পাচার কালে লক্ষ লক্ষ টাকা মূল্যের বাংলাদেশি মটরশুটি ও ভারত থেকে অবৈধ ভাবে আসা নাছির বিড়ি সহ মাদক দ্রব্য উদ্ধার করেছে বিজিবি। সীমান্ত এলাকা দিয়ে অবাধে মটরশুটি ভারতে পাচারের বিষয়টি জানতে চাইলে বিজিবির এ কর্মকর্তা বলেন, প্রতিদিন মটরশুটি আটক করা হচ্ছে। বর্তমানে সুরইঘাট সীমান্তবর্তী এলাকায় বিজিবির কড়া নজর থাকার কারণে সবধরনের চোরাচালান কর্মকান্ড একেবারে কমে গেছে।

সংবাদটি শেয়ার করুন