• ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নতুন দিনের উদ্যোগে কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় মা সমাবেশ অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
নতুন দিনের উদ্যোগে কানাইঘাট সহ বিভিন্ন উপজেলায় মা সমাবেশ অনুষ্ঠিত

কানাইঘাট প্রতিনিধি :  এসএমসি ও ইউএসএ আইডির আর্থিক ও কারিগরি সহযোগীতায় বেসরকারী সংস্থা সীমান্তিকের উদ্যোগে সিলেট জেলার কানাইঘাট উপজেলা সহ বিভিন্ন উপজেলায় শিশুদের মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন মা সমাবেশে পাশাপাশি সীমান্তিকের উদ্যোগে গোয়াইঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নয়াবস্তি গ্রামে নতুন দিন প্রকল্পের আওতায় গত ১৫ সেপ্টেম্বর এক মা সমাবেশের আয়োজন করা হয়। উক্ত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমসির প্রোগ্রাম ম্যানেজার ফারহানা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এসএমসি মোঃ একেএস ফজলে খোদা। উপস্থিত ছিলেন সীমান্তিক নতুন দিন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার ডাঃ রুহুল আমিন ও এফএস অরবিন্দ বর্মন, সিএম আসমা বেগম, এফএ রওশানারা বেগম,কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। এ ছাড়া একাধিক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, গোলপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ উপজেলায়। নতুন দিনের সিলেট জেলার টিম লিডার আব্দুল হামিদ জানান মূলত  ৫ থেকে ৬ বছরের শিশুদের সঠিক মাত্রায় বেড়ে ওঠার জন্যে পুষ্টিকর খাবার নিশ্চিত সহ শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মায়েদের সচেতন করার লক্ষে কানাইঘাট সহ সিলেটের  বিভিন্ন উপজেলায় ইউনিয়ন পর্যায় মা সমাবেশ করা হয়েছে। পাশাপাশি মায়েদের পুষ্টি পাউডার যেমন, মনিমিক্স নিয়মিত খাওয়ানোর জন্য মা দেরকে স্বাস্থ্য পরামর্শ সহ নানা ধরনের টিপস দেওয়া হয়। এ ছাড়া কুইজ প্রতিযোগীতার মাধ্যমে মায়েদের পুরস্কারে ভূষিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন