• ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

সিলেটের সিনিয়র সাংবাদিক নাসির খান আর নেই : আজ বাদ জোহর জানাজা

Daily Jugabheri
প্রকাশিত সেপ্টেম্বর ৩০, ২০২১
সিলেটের সিনিয়র সাংবাদিক নাসির খান আর নেই : আজ বাদ জোহর জানাজা

সিলেটের সিনিয়র সাংবাদিক ও নগরীর কুয়ারপার এলাকার বাসিন্দা নাসির আহমদ খান চলে গেছেন না ফেরার দেশে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে সাংবাদিক নাসির আহমদ খানের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি জীবদ্দশায় দৈনিক সিলেট সংলাপ, দৈনিক কাজিরবাজার ও সাপ্তাহিক সিলেট প্রান্ত পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেছেন।

নাসির আহমদ খানের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ৩ দিন আগে শ্বাসকষ্টজনিত রোগে ওসমানী হাসপাতালে ভর্তি হন।

সেখান থেকে মঙ্গলবার দুপুরে তাকে ছাড়পত্র দেওয়া হয়। বাসায় নেয়ার পর বুধবার শারীরিক অবস্থার অবনতি হলে আবারও তাকে ওসমানী হাসপাতালে নেয়া হয়।

সেখানে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নাছির আহমদ খানের জানাজার নামাজ আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাদ জোহর নগরীর কুয়ারপার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। প্রেস- বিজ্ঞপ্তি ।

সংবাদটি শেয়ার করুন