সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের ২৩ টি সার্বজনীন দুর্গা পূজা পরিচালনা কমিটিকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে ২৩টি দুর্গা পূজা পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে অর্থ সহায়তার চেক তোলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়ের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী প্রকৌশলী প্রনব রায় চৌধুরী, শ্রীরামকৃষ্ণ আশ্রম দুর্গা পূজা পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক যোগেশ্বর দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, শ্রম বিষয়ক অ্যাড. আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা পরিষদের সদস্য হোসেন আলী, জোবায়ের পাশা হিমু, দক্ষিণ নতুনপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি অনুরাধা দাস মুন্নী প্রমুখ।