• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

প্রায় ২ লক্ষ টাকার মোবাইল ফোন চুরির ঘটনায় ইকবালসহ আটক ৪

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ৫, ২০২১
প্রায় ২ লক্ষ টাকার  মোবাইল ফোন  চুরির ঘটনায় ইকবালসহ আটক ৪

যুগভেরী ডেস্ক :::
৯ টি মোবাইল ফোন চুরির ঘটনায় মোগলাবাজার থানায় দায়ের করা মামলার আসামী দক্ষিণ সুরমার ইকবাল হোসেনসহ চারজনকে আটক করা হয়েছে। ইকবাল হোসেন গঙানগর এলাকার ছানা মিয়ার ছেলে। মঙ্গলবার বিকেলে মোগলাবাজার থানার এসআই কৌষিক সরকারের নেতৃত্বে তাকে আটক করা হয়। এর আগে একই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর গঙানগর এলাকার বাচ্চু মিয়ার ছেলে মোবারককে আটক করা হলে তার স্বীকারোক্তিতে ইকবালসহ ৪জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কদমতলীর বালুর মাটের মসব আলীর ছেলে মারুফ ও রুবেল নামের আরেক ব্যক্তি। ঘটনার বিবরণে জানা যায়, গঙানগরের হেলাল আহমেদের ছেলে তানভীর আহমদ’র বসতবাড়ীতে গত ৭ সেপ্টেম্বর রাত সাড়ে চারটায় মোবারক, ইকবাল, রুবেল ও মারুফ চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। প্রথমে তারা চেতনানাশক স্প্রে দিয়ে ৩টি পরিবারের সবাইকে অচেতন করে। পরে বসতবাড়ীতে থাকা ৯ টি মোবাইল সেট যার মুল্য ১৮৯৯০০/=টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তানভীর বাদী হয়ে মোগলাবাজার থানায় চারজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা নং- ৩৬, তারিখ ২৯/০৯/২০২১ইং।

সংবাদটি শেয়ার করুন