• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তান্ডবের প্রতিবাদে বিয়ানীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের গণঅনশন

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১
তান্ডবের প্রতিবাদে বিয়ানীবাজারে হিন্দু ধর্মাবলম্বীদের গণঅনশন

যুগভেরী ডেস্ক ::: বিয়ানীবাজারে হিন্দু ধর্মীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে গণ অনশন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন শুরু হয়।

ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ও সামপ্রদায়িক সহিংসতাকারীর বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দাবীতে এ কর্মসূচি পালন করেন সনাতন ধর্মীয়রা।

এতে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুনাভ পাল চৌধুরী মোহন, ইসকন’র অধ্যক্ষ সিদ্ধ গৌর ব্রক্ষ্মচারী, হিন্দু বৌদ্ধা খ্রীষ্টান ঐক্য পরিষদের পৌর শাখার সভাপতি সুখেন্দু চক্রবর্তী, উপজেলা শাখার সভাপতি কান্তি চক্রবর্তী, মহেষ ঘোষ, শংকর দেব, সুজিত কর, বিপ্লব চক্রবর্তী, অমিতাভ পাল চৌধুরী, রাজন দাস, সঞ্জয় পাল, সাধন দত্ত, মিহির চন্দ, দিবাকর পাল, সঞ্জয় আচার্য, বিষু দে, তুষার ভট্রাচার্য, সন্ধি ভট্রাচার্য প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন