• ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদী মানবন্ধন

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১
সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে প্রতিবাদী মানবন্ধন

যুগভেরী ডেস্ক ::: সাম্প্রদায়িক সহিংসার প্রতিবাদে ও দুস্কৃতিকারীদের দ্রুত বিচারের দাবীতে সিলেট জেলা ও মাহনগর গণফোরামের উদ্যোগে প্রতিবাদী মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। (২৩ অক্টোবর) শনিবার বিকাল ৩ টায় নগরীর কোর্ট পয়েন্টে এই প্রতিবাদী মানবন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা গণফোরামের আহবায়ক এডভোকেট আনসার খান এর সভাপতত্বি ও গণফোরাম মহানগর কমটিরি আহবায়ক বিশিষ্টি কবি ও লখেক  অ্যাডভোকটে এমদাদুল হক এর পরিচালনায় উপস্থিত ছিলেন সিলেট জেলা কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়িার শিবু প্রসাদ দাশ।
এসময় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহ্বায়ক আবু তাহের, মহানগরের সদস্য সচিব মো. আশরাফ হোসেন, জেলা যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম আজাদ, যুগ্ম আহবায়ক আনিছুর রহামন, যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য আবু জাফর শিহাব, বিশ্বনাথ উপজেলার আহবায়ক তরিকুল ইসলাম, বিশ্বনাথের সদস্য সচিব নজরুল ইসলাম, নবীগঞ্জ গণফোরামের যুগ্ম আহবায়ক ফজলুল করিম, যুগ্ম সদস্য সচিব রুহুল আমীন ইমরান, বিশিষ্ঠ গণফোরাম নেতা মতিউর রহমান, মো. মিজানুর রহমান, মো. জুয়েল সাব্বির হোসেন, রেজা আনসার, কুতুব উদ্দিন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন