• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘শেখ হাসিনা শিশু পার্ক

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১
সিলেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো ‘শেখ হাসিনা শিশু পার্ক

যুগভেরী ডেস্ক :::
সিলেটে আনুষ্ঠানিকভাবে ‘জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক’ এর উদ্বোধন হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সিলেট-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পার্কের উদ্বোধন করেন।

সিলেট নগরের দক্ষিণ সুরমায় সুরমা নদীর পাড়ে ৩.৭৭ একর জমির ওপর নির্মিত এই পার্কে ব্যয় হয়েছে ২৬.৮৮ কোটি টাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেট সিটি করর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর আজম খান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস, কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, কাউন্সিলর মোস্তাক আহমদ, কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক, কাউন্সিলর ইলিয়াসুর রহমান, কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, কাউন্সিলর তারেক উদ্দিন তাজ, কাউন্সিলর একেএ লায়েক, কাউন্সিলর এএসএম শওক আমীন তৌহিদ, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, কাউন্সিলর রাশেদ তালুকদার, কাউন্সিলর রেজওয়ান আহমদ, কাউন্সিলর আফতাব হোসেন খান, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব ফাহিমা ইয়াসমিন, সম্পত্তি কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, এক্সিকিউটিভ ম্যাজিট্রেট সুনন্দা রায়।

জানা গেছে, পার্কটিতে শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে ৯টি অত্যাধুনিক রাইড। এর মধ্যে ১৮টি আসন বিশিষ্ট ‘মেরি গো রাউন্ড’, জাম্প ফ্রগে রয়েছে ৬টি আসন, ২৬ জন যাত্রী নিয়ে নদীর তীর ঘুরে পার্কের ট্রেন স্টেশনে আসবে ‘ভিজিটিং ট্রেইন, এক সাথে ১৬ জন শিশু উপভোগ করতে পারবে ‘টুইষ্টার’, পাইরেটস অব ক্যারিবিয়ান বুটে রয়েছে ২৪ টি আসন, বাম্পার কারে ৫ জন, আধুনিক মনো রেলে একসাথে ৪২ জন শিশু ভ্রমন করতে পারবেন। এছাড়া ম্যাজিক প্যারাসুটে ১৮ জন ও হানি সুইংয়ে একা সাথে ১৬ জন উপভোগের সুযোগ পাবেন। পার্কটিতে ২ ভবন, আভ্যন্তরিণ সড়ক, নদীর তীরে ওয়াকওয়ে ও ঘাট নির্মান করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন