• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ছড়াকার রফিকুল হক দাদু ভাই স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

Daily Jugabheri
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২১
ছড়াকার রফিকুল হক দাদু ভাই স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল

বাংলাদেশের শিশু আন্দোলনে একটি স্মরণীয় নাম রফিকুল হক দাদু ভাই। চাঁদের হাটের মাধ্যমে শিশুদের কল্যাণে তিনি কাজ করেছেন। বিশেষ করে ছড়ায় তার অবদান বাংলা সাহিত্যে তাকে একটি মর্যাদার আসনে প্রতিষ্ঠা করেছে। সিলেট অঞ্চলের লেখকদের সাথেও তার ছিলো অনন্য সখ্যতা। তাঁর স্মৃতি সহজে ভুলে যাওয়া যাবে না।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ১৮৪ তম সাহিত্য আসরে বিশিষ্ট শিশু সংগঠক, সাংবাদিক, ছড়াকার রফিকুল হক দাদু ভাই স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ছড়াকার জয়নাল আবেদীন জুয়েল একথা বলেছেন। সাইক্লোনের উদ্যোগে গত সোমবার নগরীর সিটি সেন্টারস্থ সিফডিয়া মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার।
সাইক্লোনের সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি নাঈমা চৌধুরীর সঞ্চালনায় সভায় আলোচনায় অংশ নেন গল্পকার সেলিম আউয়াল, ঔপন্যাসিক আলেয়া রহমান, গল্পকার মিনহাজ ফয়সল, ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি কামাল আহমদ, কবি ছালিক আমীন, কবি ইফতেখার শামীম প্রমুখ। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন