• ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মঘটের সমর্থনে সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের ঐক্য পরিষদ সমাবেশ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
ধর্মঘটের সমর্থনে সিলেটে পরিবহণ মালিক-শ্রমিকদের ঐক্য পরিষদ সমাবেশ

বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্যাংকলরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সম্বন্নয়ন পরিষদের উদ্যোগে আজ শুক্রবার ভোর ৬ থেকে সারাদেশে ডাকা অনির্দিষ্টকালের পণ্যপরিবহণ ধর্মঘটের সমর্থনে সিলেটে বিক্ষোভ সমাবেশে করেছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। হঠাৎ করে সারাদেশে জ্বালানী তেলের দাম বৃদ্ধির ও বিভিন্ন ব্রিজে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি পুলক কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শ্রী আবু সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সহ সভাপতি মোঃ মুজিবুর রহমান, শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি আব্দুস সালাম, সহ সভাপতি জুবের আহমদ, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাজির আহমদ স্বপন, জাকির আহমদ তালুকদার, কায়ছর আলী জালালী, মোঃ শাহজাহান, সোহরাব আলী, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক রাজ্জিক লিটু, কোষাধ্যক্ষ মোঃ মোহিদ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আকমাম আব্দুল্লাহ, নির্বাহী সদস্য জাহেদ আহমদ, জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সহ সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, প্রচার সম্পাদক সামাদ রহমান, নির্বাহী সদস্য আলী আহমদ, আব্দুল মতিন ভিআইপি,দক্ষিণ সুরমা-মোগলাবাজার থানা আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল, সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক শরীফ আহমদ, কোষাধ্যক্ষ কুতুব উদ্দিন, নির্বাহী সদস্য শাকিল আহমদ প্রমূখ।
সভায় বক্তারা বলেন, সিলেটের লামকাজি ব্রিজসহ সকল সেতুতে অতিরিক্ত টোল আদায় ও ছাতক পৌরসভার নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ না হলো আমাদেও আন্দোলন অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন