• ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবলীগের আলোচনা সভা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৫, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবলীগের আলোচনা সভা

আগামী (১১ নভেম্বর) বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও উৎসবমূখর পরিবেশে উদযাপন করার লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের উদ্দ্যোগে শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদারের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী ঘোষনা করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। কর্মসূচী ঘোষণাকালে আলম খান মুক্তি বলেন, আগামী (১১ নভেম্বর) বৃহস্পতিবার আমাদের প্রাণের মানবিক যুব সংগঠন রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভ্যানর্গাড বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। তাই প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল ও স্মরণীয় করে রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ও শতর্স্ফুত ভাবে কাজ করতে হবে।

তিনি প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগরীর ২৭টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে ব্যানার, ফেস্টু, প্লেকার্ড, ব্যান্ড পার্টি ও মিছিল সহকারে (১১ নভেম্বর) বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট রেজিষ্টারী মাঠে উপস্থিত থাকার কর্মসূচী ঘোষণা করেন। তিনি মহানগর যুবলীগের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়ে বলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান মানবিক যুবলীগের কর্ণধার শ্রদ্ধাভাজন প্রিয় নেতা শেখ ফজলে শামস পরশ ও পরিচ্ছন্ন যুবলীগের অহংকার বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারন সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর সুদক্ষ নেতৃত্ব ও দিক নির্দেশনায় সিলেট মহানগর যুবলীগ একটি সুসংগঠিত ও শক্তিশালী ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তাই আমাদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী সবাই মিলে অত্যান্ত সুন্দর ও উৎসব মুখর পরিবেশে পালন করতে হবে। সিলেট মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুশফিক জায়গীরদার আলোচনা সভায় উপস্থিত হওয়ার জন্য সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতা কর্মী ও ২৭ টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন যুবলীগ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড ও নৌকার অতন্দ্র প্রহরী আমাদের প্রিয় সংগঠনের প্রতিষ্ঠা বাষির্কী সফল করতে আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করে একটি সুন্দর ও সফল অনুষ্ঠান উপহার দিতে চাই।

তিনি প্রতিষ্ঠা বার্ষিকীর সকল কর্মসূচী সফল করার জন্য সিলেট মহানগর যুবলীগের প্রত্যেক নেতা কর্মী ও ২৭ টি ওর্য়াড যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ মহানগর যুবলীগের সর্বস্থরের নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

আলোচনা সভায় সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক নেতৃবৃন্দ ও ২৭টি ওর্য়াড যুবলীগের সভাপতি সাধারন সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন