• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিকৃবিতে লুব্ধক থিয়েটারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৬, ২০২১
সিকৃবিতে লুব্ধক থিয়েটারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘লুব্ধক থিয়েটার’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদীয় ভবনে উদযাপিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন থিয়েটারের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন লুব্ধক থিয়েটারের উপদেষ্টা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সার্জারি ও থেরিওজেনোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক মোঃ শরিফ উল হাসান, লুব্ধক থিয়েটারের সাধারণ সম্পাদক নীলোৎপল দে ও অন্যান্য সদস্যবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে সংস্কৃতিচর্চার সাথে জড়িত অন্যান্য শিক্ষার্থীবৃন্দ। এসময় উপদেষ্টা ড. আতিকুজ্জামান তার বক্তব্যে বলেন, ‘লুব্ধক থিয়েটার বরাবরের মত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মঞ্চে নাটক পরিবেশনের মধ্য দিয়ে সংস্কৃতিচর্চাকে বেগবান করছে। মহামারী পরবর্তী সময়ে ক্যাম্পাস খুলে যাওয়ায়, শীঘ্রই লুব্ধকে নতুন নাটক মঞ্চায়নের প্রস্তুতি নেয়া প্রয়োজন। একইসাথে নতুন সদস্যদের অংশগ্রহণ বৃদ্ধি করা প্রয়োজন’। মোঃ শরিফ উল হাসান বলেন, ‘আগামীতে নতুন সদস্যদের দক্ষতা উন্নয়নে লুব্ধক থিয়েটার নাট্য কর্মশালা আয়োজন করতে পারে’। উল্লেখ্য, ২০১৬ সালে প্রতিষ্ঠিত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন লুব্ধক থিয়েটার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমকালীন সমাজের বিভিন্ন অসঙ্গতিকে বিষয়বস্তু করে নাটক মঞ্চায়ন করছে। ‘সমাজকে দেখি, সমাজকে গড়ি’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে এই সংগঠন যেমন থিয়েটার আন্দোলনে ভূমিকা রাখছে, একইসাথে কুঁড়িয়েছে দর্শকের ভালবাসা।  প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন