• ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আজ সোমবার সিলেট বিমান বন্দরে পলাশ’কে সংবর্ধনা দেওয়া হবে

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১
আজ সোমবার সিলেট বিমান বন্দরে পলাশ’কে সংবর্ধনা দেওয়া হবে

কানাইঘাট প্রতিনিধি:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ম্যানেজিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় মস্তাক আহমদ পলাশ’কে আজ সোমবার বেলা ১ টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা প্রদান করা হবে।

 

সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে বিমান বন্দরে এ সংবর্ধনা প্রদান করা হবে বলে জানা গেছে।

 

এতে যথা সময়ে রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের সকল সদস্যকে যথা সময়ে বিমান বন্দরে উপস্থিত থাকার জন্য সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল আহ্বান জানিয়েছেন।

 

প্রসঙ্গত যে, গত রবিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

সেই নির্বাচনে ১৩০টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৯১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন সিলেট জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রেড ক্রিসেন্ট সিলেট ইউনিয়নের কার্য নির্বাহী কমিটির সদস্য যুব ও ক্রিড়া সংগঠক মস্তাক আহমদ পলাশ।

সংবাদটি শেয়ার করুন