• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ধর্মঘট প্রত্যাহার : আজ সোমবার থেকে বাস ভাড়া বাড়বে সিলেটে

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৮, ২০২১
ধর্মঘট প্রত্যাহার : আজ সোমবার থেকে বাস ভাড়া বাড়বে সিলেটে

 

যুগভেরী ডেস্ক ::: সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বলেন, ‘ঢাকার মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। ফলে কাল (সোমবার) থেকে বাসের ভাড়া বাড়বে।’

সারা দেশে চলমান পরিবহনমালিকদের ডাকা ধর্মঘটের তৃতীয় দিন রোববার সন্ধ্যায় সিলেটে শুরু হয়েছে বাস চলাচল।

সন্ধ্যার পর থেকে জেলায় দূরপাল্লার ও আন্তজেলা বাস চলাচল শুরু হয়।

সিলেট সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, বিআরটিএ তাদের দাবি মানায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সন্ধ্যা থেকে বাস চলাচল শুরু হয়েছে।

বাস চলাচল শুরু হলেও রোববার ভাড়া বাড়ানো হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ঢাকার মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা করে নতুন ভাড়া নির্ধারণ করা হবে। ফলে কাল (সোমবার) থেকে বাসের ভাড়া বাড়বে।’

বাস চলাচল শুরু হলেও যাত্রীসংখ্যা এখন তুলনামূলক কম বলেও জানিয়েছেন তিনি।

রাতে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, প্রায় সব বাসের কাউন্টার খুলেছে। টার্মিনাল থেকে নির্ধারিত গন্তব্যে বাস ছেড়েও যাচ্ছে। তবে যাত্রীসংখ্যা ছিল কম।

এনা বাস সার্ভিসের সিলেট অফিসের ইনচার্জ ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সিলেটের সভাপতি সেলিম আহমদ ফলিক বলেন, ‘আজ (রোববার) যাত্রীর চাপ কম থাকায় বাসও কম ছেড়ে যাচ্ছে। কাল থেকে পুরোপুরি বাস চলাচল শুরু হবে।’

বিআরটিএর সঙ্গে বাসমালিকদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া ১ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ১ টাকা ৮০ পয়সা করা হয়েছে।

এদিকে বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন তারা।

রোববার ঢাকা যাওয়ার জন্য ইউনিক বাসের কদমতলী কাউন্টারে অপেক্ষা করছিলেন আশিকুর রহমান। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই আমাদের খুব কষ্টে চলতে হচ্ছে। এখন বাসের ভাড়া বাড়ানোর কারণে আরও দুর্ভোগে পড়তে হবে। আমাদের মতো নিম্ন আয়ের মানুষদের জন্য জীবনযাপন আরও কষ্টকর হবে।’

একাধিক যাত্রী অভিযোগ করেছেন, দূরপাল্লার বাসে আগের ভাড়া নেয়া হলেও আন্তজেলা বাসগুলোতে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে।

ডিজেলের দাম বাড়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত টানা ধর্মঘট পালন করেন বাসমালিকরা। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। জরুরি প্রয়োজনেও নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি অনেকে।

রোববার দুপুরে বাসমালিকদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৈঠকে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়। এরপর সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন জেলার মতো সিলেটেও শুরু হয় বাস চলাচল।

সংবাদটি শেয়ার করুন