• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হাইকোর্টে সবুজ সিলেট সম্পাদকসহ সাংবাদিকদের জামিন লাভ

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ১১, ২০২১
হাইকোর্টে সবুজ সিলেট সম্পাদকসহ সাংবাদিকদের জামিন লাভ

যুগভেরী ডেস্ক ::: সিলেটের বহুল প্রচারিত দৈনিক সবুজ সিলেট এর সম্পাদক ও প্রকাশক এবং সম্পাদক পরিষদ সিলেট-এর সভাপতি মুজিবুর রহমানসহ অপর সাংবাদিকদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন মহামান্য হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানি শেষে গতকাল বুধবার এই আদেশ দেন।
আদালতে মুজিবুর রহমানসহ সাংবাদিকদের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতির সহসভাপতি এডভোকেট ওয়াজি উল্লাহ, এডভোকেট রাসেল আহমদসহ অন্যান্য আইনজীবীরা। আদালত মুজিবুর রহমানসহ অপর সাংবাদিকদের আগামী ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।
প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর মুজিবুর রহমানসহ সিলেটের আরো ৩ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৩(২)/২৪(২)/২৫(২)/২৬(২)/২৯(১)/৩১(২)/৩৫ ধারায় একটি  মামলা রেকর্ড করে শাহপরাণ (র.) থানা পুলিশ। মামলা নং-১০।

সংবাদটি শেয়ার করুন