নিজস্ব সংবাদদাতা, ছাতক
ছাতকে সুরমা নদীতে পড়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ডুবুরি দল তার লাশ উদ্ধার করেছে। শ্রমিক তানভীর আহমদ (১৮) উপজেলার নোয়ারাই ইউনিয়নের লক্ষিভাউর গ্রামের শামসুল হকের পুত্র।
তানভীর আহমদ মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে সুরমা নদীর চৈকিত্তা এলাকায় একটি কার্গোতে কাজ করার সময় পা ফসকে নদীতে পড়ে নিখোঁজ হয়। অনেক খ্ুঁজা-খুঁজি করে তার সন্ধান পাওয়া যায় নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে সন্ধ্যার পর নদী থেকে নিখোঁজ তানভীর আহমদের লাশ উদ্ধার করেছে।
ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর পানিতে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ সন্ধ্যার পর উদ্ধার করা হয়েছে।