• ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মারধরে আহত যুবকের মৃত্যু

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
জগন্নাথপুরে মারধরে আহত যুবকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার মিরপুর ইউনিয়নের লহড়ী নোয়াগাঁও গ্রামে রোববার এ হামলার ঘটনা ঘটে। পরে সোমবার (২২ নভেম্বর) চিকিৎসাধীন অবস্থায় সেই যুবক মারা যান।
জানা যায়, লহড়ী নোয়াগাঁও গ্রামের আসক আলীর ছেলে টমটম চালক সুজন আলীর (২৫) গরু রোববার দুপুরবেলা পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ঢুকে পড়ে। এ নিয়ে নিয়ে নুরুল ও সুজনের বাকবিতন্ডা হয়।
সন্ধ্যার পর টমটম চালক সুজন পাশ্ববর্তী নোয়াগাঁও গ্রামে আসলে প্রতিপক্ষের লোকজন তাকে এলোপাতাগি কিলঘুষি দিয়ে গুরুতর আহত করেন।
পরে সুজন আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে তিনি মারা যান।
এ বিষয়ে জগন্নাথপুর থানার সাব ইন্সপেক্টর জিয়া উদ্দিন সোমবার দুপুরে জানান, আমরা ঘটনাস্থলে আছি। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন