• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চা পাতা জব্দ, আটক ৬

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চা পাতা জব্দ, আটক ৬

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে দুই হাজার কেজি চোরাই চা-পাতাসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চা-পাতা উদ্ধার ও ৬ জনকে আটক করে। এসময় পাচারকালে ব্যবহৃত একটি পিকআপভ্যানও উদ্ধার করা হয়। পরে তাদেরকে নিয়ে যাওয়া হয় শায়েস্তাগঞ্জ থানায়।
শায়েস্তাগঞ্জ থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা খবর পান ওই এলাকা দিয়ে একটি পিকআপভ্যান যোগে চোরাই চা-পাতা পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে পিকআপভর্তি ৪০ বস্তা চা-পাতা জব্দ করা হয়। যা কেজিতে প্রায় দুই হাজার কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
(ওসি) আরো জানান, আটককৃতদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়াও তাৎক্ষণিক তাদের পরিচয় দিতে পারেননি তিনি। ওসি জানান, চা-পাতাগুলো ভারতীয় কি না এখনই বলা যাচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন