• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

অনিদিষ্টকালের পরিবহন কর্মবিরতি ৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
অনিদিষ্টকালের পরিবহন কর্মবিরতি ৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত

সিলেট-৩ আসনের এমপির উদ্যোগে সমঝোতা বৈঠক

স্টাফ রিপোর্টারঃ শেষপর্যন্ত ভোগান্তি থেকে রেহাই পেলো সিলেট বিভাগের জনগণ। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সিলেট বিভাগীয় কমিটি আহূত অনির্দিষ্টকালের সর্বাত্মক পরিবহন কর্মবিরতি আগামী ৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রশাসনের বিভাগীয় পর্যায়ের সর্বোচ্চ কর্মকর্তাদের পক্ষ থেকে সংগঠনের ৫ দফা দাবি ক্রমান্বয়ে মেনে নেয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে চলমান কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়। গতকাল  সোমবার সন্ধ্যে ৭টায় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবের বিশেষ উদ্যোগ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রশাসন ও পরিবহন শ্রমিক-মালিকদের সমন্বয়ে আহূত বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।
বিভাগীয় কমিশনার মোঃ মুশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন, জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)’র অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন, সিলেট সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পরিবহন মালিকদের পক্ষে সিলেট বিভাগীয় ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সভাপতি শাহ মোঃ দিলওয়ার, সহ-সভাপতি ইকবাল আহমদ শাহাব, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সিলেট বিভাগীয় কমিটির পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার, সাধারণ সম্পাদক সজিব আলী, শ্রমিক নেতৃবৃন্দের মধ্যে হাজী ময়নুল ইসলাম, রুনু মিয়া, আব্দুস সালাম, আমির উদ্দিন, মোহাম্মদ জাকারিয়া, আজাদ মিয়া, খলিল খান, মতছির আলী প্রমুখ।
সভার সিদ্ধান্ত মোতাবেক বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আগামী ৫ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সিলেট বিভাগীয় কমিটির উত্থাপিত ৫ দফা ক্রমান্বয়ে মেনে নেয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারশনের সিলেট বিভাগীয় কমিটি তাদের চলমান পরিবহন কর্মবিরতি ৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।
উল্লেখ্য, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব সংসদ অধিবেশন চলার পরিপ্রেক্ষিতে ঢাকায় অবস্থানের পরও পরিস্থিতি বিবেচনায় সকল পক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে এই বৈঠকের ব্যবস্থা করায় সভায় তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রেস-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন