• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

জগন্নাথপুরের ৭ ইউনিয়নে নৌকা পেলেন যারা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১
জগন্নাথপুরের ৭ ইউনিয়নে নৌকা পেলেন যারা

নিজস্ব সংবাদদাতা, জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরের ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের চেয়ারম্যান প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।
উপজেলার কলকলিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসেন রানা, পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসান, রানীগঞ্জ ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম,আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস ছত্তার, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, পাইলগাঁও ইউনিয়নে সুন্দর উদ্দিন দলীয় প্রতীক নৌকা পেয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় দলীয় প্রার্থী চুড়ান্ত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু নিশ্চিত করেছেন।
আগামী ২৬ ডিসেম্বর এসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংবাদটি শেয়ার করুন