• ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ৫ই রমজান, ১৪৪৪ হিজরি

টুকেরবাজারে আগুনে তিনটি ঘর ভস্মিভূত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২১
টুকেরবাজারে আগুনে তিনটি ঘর ভস্মিভূত

যুগভেরী রিপোর্ট
সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর গ্রামে আগুনে পুড়ে গেছে তিনটি ঘর। বুধবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৩৭ মিনিটে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর লোকজন ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। এরপর দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট ফায়ার সার্ভিসের উপ পরিচালক দুলাল মিয়া। তিনি জানান, দমকল বাহিনীর ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুন নিয়ন্ত্রণের জন্য প্রায় ১০ মিনিট চেষ্টা চালায় দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতি ও উদ্ধারের পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

 

সংবাদটি শেয়ার করুন