• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাঁচ ‍দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২১
পাঁচ ‍দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

যুগভেরী ডেস্ক ::: হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট জেলার (৫০) জন লাইভস্টক ফিল্ড ফ্যাসিলেটেটর ( এল এফ এফ) দের ০৫ (পাঁচ) দিন ব্যাপি দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে আজ সকালে টিলাগড়স্থ যুব উন্নয়ন অধিদপ্তরের কনফারেন্স রুম আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃত্রিম প্রজনন ডাঃ ভবতোষ কান্তি সরকার এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. অমলেন্দু ঘোষ, পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর,সিলেট। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও প্রকল্পের সার্বিক কার্যক্রম আলোকপাত করেন প্রকল্প পরিচালক ডা. মোঃ গোলাম কবির। এছাড়াও অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ রস্তুম আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সিলেট, মোঃ সামসুল আলম, উপপরিচালক জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র , সিলেট, এবং প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর দীপক কুমার সরকার।উক্ত অনুষ্ঠানের যাবতীয় কার্যক্রম সঞ্চালনা করেন ডা. মোঃ শহিদুল ইসলাম অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সিলেট। সর্বোপরি প্রশিক্ষন শুরু থেকেই এলএফএফ দের শতভাগ উপস্থিতি, সক্রিয় অংশগ্রহন ও সময়ানুবর্তিতার ভিত্তিত্তে সঠিকভাবে দক্ষতা উন্নয়নের উপরে জোর পরমর্শ প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন