• ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে রমজান, ১৪৪৬ হিজরি

দোয়ারাবাজারে বিদ্যুতের আগুনে বসতঘর ভস্মিভূত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১
দোয়ারাবাজারে বিদ্যুতের আগুনে বসতঘর ভস্মিভূত

নিজস্ব সংবাদদাতা, দোয়ারাবাজার
সুনামগঞ্জের দোয়ারাবাজারের পল্লিতে বিদ্যুতের তারে আগুন লেগে বসতঘর ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা ও মালামালসহ দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের ভূজনা গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র আকবর জামালের বাড়িতে এ দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মনির উদ্দিন বলেন, বিদ্যূতের আগুনে পুড়ে পরিবারটির সারা জীবনের সঞ্চয় নিমিষে ছাঁই হয়ে গেল।
নব নির্বাচিত সুরমা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষনের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন