• ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২১
মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাখরনগর গেইটে বাসের ধাক্কায় মুক্তার হোসেন (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রোববার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগর গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনায় নিহত মুক্তার হোসেন উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজ নগর গ্রামের আদিল হোসেন এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো- ব -১৪-৭৩০৯) অলিপুর গামী মোটরসাইকেলে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন এবং মোটর সাইকেল চালক শাহজাহান মিয়া(৩৫) গুরুতর আহত হন। সে পাশ্ববর্তী চুনারুঘাট উপজেলার করমপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক।

 

 

সংবাদটি শেয়ার করুন