• ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নির্বাচিত ৪ চেয়ারম্যানের প্রতি হাবিবুর রহমান হাবিব এমপি’র অভিনন্দন

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২১
নির্বাচিত ৪ চেয়ারম্যানের প্রতি হাবিবুর রহমান হাবিব এমপি’র অভিনন্দন

দক্ষিণ সুরমায় ইউপি নির্বাচন

দক্ষিণ সুরমা উপজেলার ৫টি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার ৪ জন প্রার্থী নির্বাচিত হওয়ায় সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব তাঁদেরকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল রোববার এক বিবৃতিতে সিলাম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহ ওলিদুর রহমান, লালাবাজার ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী তোয়াজিদুল হক তুহিন, জালালপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ওয়েস আহমদ এবং দাউদপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আতিকুল হককে চেয়ারম্যান নির্বাচিত করায় তিনি ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিবৃতিতে গতকাল রোববার শান্তিপূর্ণ ভোট প্রদান, আইন-শৃংখলা বাহিনীর কঠোর অবস্থান এবং প্রশাসনের নিরলস প্রচেষ্টায় উপজেলার ৫টি ইউনিয়নের নিবাচন সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে নির্বাচন সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রার প্রতি ভোটাররা যে রায় দিয়েছেন, তা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি আশা করি আওয়ামী লীগ মনোনীত নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ নিজ নিজ ইউনিয়নের জনগণের কল্যাণ ও এলাকার উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন। একই বিবৃতিতে তিনি দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমুহের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁদের প্রতিও আন্তরিক ধন্যবাদ জানান।-বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন