• ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইউনিয়ন পরিষদ নির্বাচন : জকিগঞ্জে আওয়ামী লীগের ভোটে চূড়ান্ত যারা

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
ইউনিয়ন পরিষদ নির্বাচন : জকিগঞ্জে আওয়ামী লীগের ভোটে চূড়ান্ত যারা

নিজস্ব সংবাদদাতা, জকিগঞ্জ
আগামী ৫ জানুয়ারী পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে দলের তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে দলীয় প্রার্থী মনোনয়ন সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় নেতাকর্মীদের ভোটের ভিত্তিতে প্রার্থী বাছাই চূড়ান্ত হয়।
জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা ড. আহমদ আল আল কবির, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, প্রচার সম্পাদক এডভোকেট আব্বাস উদ্দিন, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহমদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক সাইফুর রহমান খোকন, নির্বাহী সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, মহানগর আওয়ামী লীগ সদস্য ইঞ্জিনিয়ার আতিকুর রহমান রহমান সুয়েদসহ উপজেলা উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী এবং চেয়াম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, ওয়ার্ড আওয়ামী লীগের ভোটে ১নং বারহাল ইউনিয়নে মনজুরুল হামিদ চৌধুরী ১০ ভোট, মিসবাহ জামান ৮ ভোট, সুমন আহমদ ২ ভোট, ২ নং বিরশ্রী ইউনিয়নে একক প্রার্থী আব্দুস সাত্তার, ৪ নং কাজলসার ইউনিয়নে জুলকারনাইন লস্কর ১০ ভোট, আশরাফুল আম্বিয়া ৮ ভোট, মোস্তাফিজুর রহমান ১ ভোট, আব্দুল গফুর ১ ভোট, ৩ নং খলাছড়া ইউনিয়নে কবির আহমদ একক প্রার্থী, ৫ নং জকিগঞ্জ সদর ইউনিয়নে মাওলানা আফতাব আহমদ ১২ ভোট, মুহি উদ্দিন ৪ ভোট, আব্দুস সবুর ১ ভোট, নিহার রঞ্জন ১ ভোট, একরাম আহমদ ১ ভোট, ৬ নং সুলতানপুর ইউনিয়নে ইকবাল আহমদ চৌধুরী একল ১২ ভোট, হাসান আহমদ ৭ ভোট, ৭ নং বারঠাকুরী ইউনিয়নে বিভাকর দেশমুখ্য ১১, মহসিন মর্তুজা চৌধুরী টিপু ৯ ভোট, ৮ নং কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ ১৫ ভোট, আব্দুল হাই ৫ ভোট, ৯ নং মানিকপুর ইউনিয়নে আবু জাফর মোহাম্মদ রায়হান ১০ ভোট ও নুরুল আমিন চৌধুরী রিলন ১০ ভোট পান।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতে সকল ভেদাভেদ ভুলে নেতাকর্মীরা নৌকার পক্ষে কাজ করতে হবে। গ্রাম পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পৌছে দিতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ অবস্থান নিলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনভাবেই কেউ যাতে নৌকার বিরুদ্ধে অবস্থান না নেন সেদিকে খেয়াল রাখতে নেতৃবৃন্দ সকল নেতাকর্মীর প্রতি আহবান জানান।
সভা শেষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান জানান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি আওযামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ভোটে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়া প্রার্থীদের নাম কেন্দ্রে পাঠানো হবে। কেন্দ্র থেকে দলীয় প্রার্থীকে নৌকা প্রতিক দেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন