• ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Daily Jugabheri
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২১
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে অভিষেক অনুষ্ঠান সফলের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ নভেম্বর) বাদ মাগরিব নগরীর সোবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ মো. মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক সুহেল আহমদ সাহেল, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, লায়েক মিয়া, সরোজ ভট্টাচার্য্য, মুফতি আনিছুর রহমান তিতাস, দরগাহবাজার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লুৎফুর রহমান লিলু, ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়া, সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. আলেক মিয়া, মো. আলাউদ্দিন, মো. আফরোজ আলী, মো. আব্দুল গফুর, কাজী মো. মাসুদ আহমদ, শেখ তছলিমা আলী হেনা, রসমেলা লিমিটেডের ব্যবস্থাপক নুরুল ইসলাম সুমন, মুফতি নেহাল উদ্দিন, আব্দুল জালাল, ইফতেখার হোসেন সুহেল প্রমুখ।
সভায় বক্তারা অভিষেক অনুষ্ঠান সফলের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা করে এক পর্যায়ে অভিষেক অনুষ্ঠান সুন্দর ও সফল করতে সকল ব্যবসায়ী নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
আগামী ০৭ ডিসেম্বর শনিবার বাদ এশা সোবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির কার্যালয়ে সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উদ্যোগে এক জরুরী অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন