• ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

নারী পুলিশের সাথে আপত্তিকর অবস্থায় ধরা, ইন্সপেক্টর ক্লোজড

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০২১
নারী পুলিশের সাথে আপত্তিকর অবস্থায় ধরা, ইন্সপেক্টর ক্লোজড

যুগভেরী রিপোর্ট
সিলেট আদালতে নিজ কক্ষে নারী কনস্টেবলের সাথে ঘনিষ্ট হয়ে শাস্তির মুখে পড়েছেন এক পুলিশ পরিদর্শককে (ইন্সপেক্টর)।
বৃহস্পতিবার সিলেট মহানগর পুলিশ কমিশনার নিশারুল আরিফ তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করেন।
অভিযুক্ত প্রদীপ কুমার দাস মহানগর পুলিশের আদালত পরিদর্শকের দায়িত্বে ছিলেন।
প্রদীপকে নিজ কক্ষে এক নারী কনস্টেবলের সাথে আপত্তিকর অবস্থায় পাওয়া গেছে বলে অভিযোগ ওঠেছে।
এ ঘটনায় অভিযুক্ত নারী পুলিশ সদস্যের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফউল্লাহ তাহের।
এছাড়া প্রদীপের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
মহানগর পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে ছুটিতে থাকা এক নারী কনস্টেবলকে রাতের অন্ধকারে কোর্ট বিল্ডিং এ নিজ কক্ষে ডেকে আনেন প্রদিপ কুমার দাস। রাত ৯টার দিকে আদালত পরিদর্শকের কক্ষের দরজা খোলা এবং ভেতরে আলো নেভানো দেখে অন্য পুলিশ সদস্যরা সেই কক্ষে ডুকে আলো জ্বালালে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন।

সংবাদটি শেয়ার করুন