• ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

প্রবাসি সখিনা খাতুন সখী ও নাজমা চৌধুরী নাজু-কে সংবর্ধনা প্রদান

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২১
প্রবাসি সখিনা খাতুন সখী ও নাজমা চৌধুরী নাজু-কে সংবর্ধনা প্রদান

যুগভেরী ডেস্ক ::: সি‌লেট‌ের কৃ‌তি সন্তান, লন্ডন টাওয়ার হেম‌লেস্ এর ডেপু‌টি স্পিকার মাদার জে‌নেত রহমান’র পিতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, মহান মু‌ক্তিযু‌দ্ধের সংগঠক, সুনামগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কবি আবুল বশর আনসারী’র সহধর্মিনী নামে প্রতিষ্ঠিত খায়রুন নেছা খানম একাডেমি স্কুলের পক্ষ থেকে লন্ডন প্রবাসি কমিউনিটি নেত্রী সমাজ সেবিকা সখিনা খাতুন সখী ও নাজমা চৌধুরী নাজু-কে সংবর্ধনা প্রদান করা হয় উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, সমাজ সেবিকা সাবেক কাউন্সিলার পদপ্রার্থী সেলিনা রাজা, নারী উদ্যোক্তা বুটিক ব্যবসায়ী, লেখিকা রাহনামা শাব্বীর চৌধুরী, লিপি দাশ ও স্কুলের ইনর্চাজ কাজী দিদার মিয়া ও শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রী, স্বেচ্ছাসেবক, অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা এবং খায়রুন নেছা খানম একাডেমি স্কুলের সম্মানিত উপদেষ্টা মাদার জেনেত রহমান, আবুল হাসনাত আনসারী, জলি চৌধুরী, সভাপতি আবু মোঃ রা‌হিল আক্তার আনসারী,সহ-সভাপতি আমজাত সুলেমান টিপু আনসারী, সদস্য জাহানারা চৌধুরী, শাহ নাজমা হাসনাত, জুলফা চৌধুরী লন্ডন থেকে ভার্চুয়াল লাইভে যোগদেন। জেনেথ কটেজ ১৬৬/বি রংধনু, চৌকিদেখি, এয়ারপোর্ট রোড সিলেট।

সংবাদটি শেয়ার করুন