যুগভেরী ডেস্ক
সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সফলের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সোবহানীঘাটস্থ সিলেট ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি মকন মিয়া চেয়ারম্যানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় উপস্থিত ছিলেন- সহ-সভাপতি আতিকুর রহমান আতিক, মুফতি নেহাল আহমদ, শাহ আহমদুর বর, লুৎফুর রহমান নিলু, সাদ মিয়া, নুরুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলেক মিয়া, সুহেল আহমদ সাহেল, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুয়েদ, লায়েক মিয়া, রাজু মিয়া, আবুল হাসান কাশেম, সুরুজ ভট্রাচার্য, আনিসুর রহমান তিতাস, শামীম আহমদ চৌধুরী, প্রচার সম্পাদক মোঃ ইমরান খান রায়হান, প্রবাসী মনসুর আহমদ, দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন সহ সর্বস্থরের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মকন মিয়া চেয়ারম্যান বলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ ব্যবসায়ীদের স্বার্থরক্ষার পাশাপাশি সিলেটবাসী বিভিন্ন দাবি দাওয়া আদায়ে ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের ঐক্য সিলেটবাসীর একটি আদর্শে পরিণত হয়েছে।
অতীতের ন্যায় সুনামের সাথে বর্তমান নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান সফল করার জন্য সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ এর সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
সভায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযুদ্ধা সিলেট ট্রেড সেন্টারের ব্যবসায়ী সমিতির সভাপতি তুরন মিয়া মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।