• ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মাধবপুরে বাসের নিচে মোটরসাইকেল, নিহত ২

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১
মাধবপুরে বাসের নিচে মোটরসাইকেল, নিহত ২

নিজস্ব সংবাদদাতা, মাধবপুর
হবিগঞ্জের মাধবপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (৩০) ও তার ভাগ্নে নাসিম মিয়া (২০) নিহত হয়েছেন।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং একটি অংশ বাসের নিচে ঢুকে পড়ে। এতে মোটরসাইকেল আরোহী নাছিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের জহিরুল ইসলাম ছেলে নাসিম মিয়া (২০) ঘটনাস্থলে নিহত ও তার মামা মাধবপুর উপজেলার বুল¬া ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গেদু মিয়া ছেলে রিপন মিয়া (৩০) ঢাকা নেওয়ার পথে মারা যান ।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন