• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলাসহ ১০ আসামী গ্রেফতার

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২১
হবিগঞ্জে ধর্ষণ চেষ্টা মামলাসহ ১০ আসামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ
হবিগঞ্জের বানিয়াচঙ্গে ধর্ষণ চেষ্টা মামলাসহ ১০ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।  রোববার মধ্যরাত রাত থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেতফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, বিকেলে গ্রেফতারকৃত ১০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারী পরোনা থাকার পরও তারা এদতিন আত্মগোপনে ছিল। এদের মধ্যে ধর্ষণ চেষ্টা, মারামারিসহ একাধিক মামলার আসামী রয়েছে। তিনি বলেন, বানিয়াচং থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতরা হল, ধর্ষণ চেষ্টা মামলার আসামী আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের মোছাব্বির মিয়া, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের শেখ মোঃ ছালমান মিয়া, শেখ মোঃ আবু লায়েছ, শেখ মোঃ আবু নাছের, খাগাউড়া গ্রামের রমজান মিয়া, হোসেনপুর গ্রামের এবাদুর রহমান, নয়াপাথারিয়া গ্রামের খেলু মিয়া, রমজান আলী, বাসিয়াপাড়া মহল¬ার হাফিজুর রহমান ও হিয়ালা গ্রামের সেফু মিয়া।

সংবাদটি শেয়ার করুন