• ২৪শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ , ২রা রমজান, ১৪৪৪ হিজরি

চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন শাল্লার সেই ঝুমন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২১
চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিলেন শাল্লার সেই ঝুমন

যুগভেরী ডেস্ক ::: হেফাজত ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুটুক্তির অভিযোগে দীর্ঘ ৬ মাস কারাবরণ করা ঝুমন দাস শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীতার মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার দুপুর দেড়টায় শাল্লা উপজেলা নির্বাচন অফিসের হবিবপুর ইউনিয়নে নিজের স্বতন্ত্র প্রার্থীতার মনোনয়ন জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন ঝুমন দাস।

এ ব্যাপারে ঝুমন দাস বলেন, প্রথমত আমি হবিবপুরবাসী প্রতি কৃতজ্ঞ, এই হবিবপুরবাসীর দেয়া সাহসে আজকে আমি মনোনয়ন ফরম জমা দিয়েছি। আমি এখন সিলেট চলে যাব আমার মামলাটি সিলেটে চলে গিয়েছে সেখানে যাওয়ার জন্য আদালতও আমাকে অনুমতি দিয়েছে আমি সেখান থেকে ফিরে হবিবপুরবাসীকে সাথে নিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করব।

এ ব্যাপারে শাল্লা উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম বলেন, আজ দুপুরে ঝুমন দাস মনোনয়ন জমা দিয়েছেন, পরবর্তীতে যাচাই বাচাই শেষে বৈধ প্রার্থীরাই ইউপি নির্বাচনে অংশগ্রহন করতে পারবে।

সংবাদটি শেয়ার করুন