• ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডাঃ ফয়েজের মনোনয়নপত্র দাখিল

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২১
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ডাঃ ফয়েজের মনোনয়নপত্র দাখিল

কানাইঘাট প্রতিনিধি :
আগামী ৫ জানুয়ারি কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা স্ব-স্ব ইউনিয়নের রির্টানিং কর্মকর্তার বরাবরে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল বুধবার বিকেল ২টায় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে নির্বাচনী আচরন বিধি মেনে রির্টানিং কর্মকর্তার বরাবরে মনোনয়ন পত্র দাখিল করেছেন কানাইঘাট ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান ডাঃ ফয়েজ উদ্দিন। এ সময় তিনি স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, টানা ১০ বছর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব অত্যান্ত নিষ্ঠার সাথে পালন করেছেন। দলমত নির্বিশেষে সবাই তাহাকে সহযোগিতা করেছেন। এবারের নির্বাচনে ইউনিয়নের মানুষ তাকে অকুণ্ঠ সমর্থন সহ সহযোগিতা করে যাচ্ছেন। তিনি বলেন ভোট নিয়ে তার ইউনিয়নের সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। কিন্তু নির্বাচনকে সামনে রেখে তার ইউনিয়নের শান্তিপ্রিয় জনসাধারনের মধ্যে একজন চেয়ারম্যান প্রার্থী নানা ভাবে এখন থেকে আত্মঙ্ক ছড়িয়ে ভোটের পরিবেশ বিনষ্টের পায়তারা চালাচ্ছেন। তিনি নির্বাচনী পরিবেশ শান্ত রাখার পাশাপাশি যাতে করে সকল প্রার্থীরা নির্বিঘেœ তাদের নির্বাচনী প্রচারনা চালাতে পারেন এজন্য নির্বাচনের সাথে নির্বাচন কমিশন ও আইনশৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমদ সম্প্রতি সিলেট জেলার বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করার জন্য আইন শৃংখলা বাহিনী ও নির্বাচনের সাথে জড়িত কর্মকর্তাদের প্রতি সন্তোষ্ট প্রকাশ করে কানাইঘাটে সেই পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন