• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কানাইঘাটের ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৭, সদস্য পদে ৫৪৩ জন

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২১
কানাইঘাটের ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে ৬৭, সদস্য পদে ৫৪৩ জন

নিজস্ব সংবাদদাতা, কানাইঘাট
নিবার্চন কমিশন কর্তৃক ঘোষিত তপশীল অনুযায়ী আগামী ৫জানুয়ারি সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার আওয়ামীলীগ মনোননীত ৯টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সহ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা তাদের সমর্থকদের নিয়ে উৎসব মুখর পরিবেশে স্ব-স্ব রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড্যাভোকেট নাসির উদ্দিন খান সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে চেয়ারম্যান পদে ৯টি ইউনিয়নে ৬৭টি জন এবং সদস্যপদে ৪৪০ জন ও সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ১০৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে দলগত ভাবে ৯টি ইউনিয়নে আওয়ামীলীগ, ৩টি ইউনিয়নে জাতীয় পার্টি, ৩টি ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলাম এবং ২টি ইউনিয়নে ইসলামী আন্দোলন ও একটি ইউনিয়নে খেলাফত মজলিস তাদের দলীয় মনোনীত প্রার্থী দিয়েছে বাদ বাকী সবাই স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬জন, ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, ৩নং দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪জন, ৪নং সাতবাঁক ইউনিয়নে চেয়ারম্যান ৫জন, ৫নং বড়চতুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩জন, ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০ জন, ৭নং দক্ষিন বানীগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯জন, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০জন এবং ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে সর্বোচ্চ ১৭জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সংবাদটি শেয়ার করুন