স্টাফ রিপোর্টার : বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বিরোধী দলের মিছিল থেকে জিন্দাবাজার এলাকায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সিলেট কতোয়ালী থানায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৩০/৪০ জনকে আসামী করে নাশকতার মামলা দায়ের করা হয়েছে। গতকাল ৯ ডিসেম্বর রাতে থানার এএসআই মিজান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলা নং- ২৬, তারিখ ০৯/১২/২০২১ইং। মামলার আসামীরা হলেন, দক্ষিণ সুরমার মোল্লার গাও ইউনিয়নের গোয়াল গাওঁ গ্রামের ছমির আলীর ছেলে মহানগর যুবদল নেতা আনোয়ার হোসেন মানিক(২৭), ২৬ নং ওয়ার্ডের কদমতলী এলাকার মৃত ইসমাইল আহমদের ছেলে মো. ইছাক আহমদ(৩৮), ২৬ নং ওয়ার্ডের কদমতলীর হিরা মিয়ার ছেলে ছাত্রদল নেতা মো: তানভীর আহমেদ এরশাদ(১৯), ঝালোপড়া স্বপ্ননীড় ২১ নং বাসার তবারক আলীর ছেলে তোফাজ্জল হোসেন বেলাল(৩০), সোবহানীঘাট মৌবন ২৫ নং বাসার উজির আলীর ছেলে এমদাদুল হক স্বপন (২৮), দাড়িয়া পাড়ার অরুন দেব নাথের ছেলে কিরণ দেব নাথ(২৩), মিরাবাজারের তায়েফ আহমেদের ছেলে আশরাফ উদ্দিন ফরহাদ(৩৩), তালতলার কুদ্দুস আলীর ছেলে সাহিবুর রহমান সুজান(৩১)। মামলার বাদী এএসআই মিজান জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।